অপ্রকাশিত ভালোবাস_
আমাকে পুড়াতে গিয়ে তুমি নিজেই পোড়ে গেলে,
আমায় একা করতে গিয়ে তুমি আরও বেশি একা হয়ে গেছো,
যে মনে তুমি আঘাত করেছো বিশ্বাস করো সেখানেই তুমি ছিলে!
এই তো সেইদিন অশ্রুসিক্ত নয়নে নীরবে সহ্য করেছি সমস্ত তোমার দেওয়া বিষাদ!
আসলে কথায় আছে যে,
খারাপ সময় মানুষের সব সময় এক রকম থাকে না,
কষ্টের পর সুখ এসে ধরা দেয় মনের বাগিচায়!
অথচ, দেখোনা আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে গেলে।
তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম,
শেষে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে!
আমি ক্লান্ত হয়েছি বহু বার আবার ওঠে দাঁড়িয়েছি কিন্ত থেমে যাওয়ার মানুষ আমি না!
যে যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে!
No comments