একাকীত্ব 🥀💔
কোলাহলে বেড়ে উঠা মানুষটা যখন হঠাৎ করেই একলা হয়ে যায়। তখন তার চেয়ে অসহায় বোধহয় আর কেউ থাকে না।
একটা সময় এই মানুষটাই দৌড়ঝাঁপ , হাসাহাসি, দস্যিপনা সবকিছু নিয়ে মেতে থাকতো। অথচ আজ সময়ের পরিক্রমায় ইট পাথরের দেয়াল ছাড়া চারপাশে আর কিচ্ছু নেই। গলা পর্যন্ত শুকিয়ে যায় কথা বলার অভাবে। দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু কানে আসে না।
সারাদিনের অস্থিরতা, যান্ত্রিকতা সবকিছু মিলিয়ে মানুষটা ক্যামন যেনো কুঁকড়ে যায় দিনে দিনে। দুমড়ে যায় ভেতর থেকে বড্ড বাজেভাবে। ঘড়ির কাটার টিকটিক শব্দটাও এখন তার কাছে বিরক্তির কারণ।
তারপর?
একলা থাকতে থাকতে এই মানুষটার আর কোলাহোল ভালো লাগে না। যে অন্ধকারে ভীষণ রকম ভয় ছিলো। সে এখন দিব্য ঘুটঘুটে অন্ধকারে থাকতে জানে। এমনকি আপন করে নিয়েছে ভীষণভাবে।
এমন না যে তার ইচ্ছে হয় না। হ্যাঁ! তারও ইচ্ছে হয় মন খুলে নিজের জমিয়ে রাখা কথাগুলো আকাশের পানে ছড়িয়ে দিতে। যাতে আকাশ তা পৌঁছে দেয় সবার কাছে কিন্তু আকাশটাও যে ভীষণ ব্যস্ত। এতো সময়ই বা কই তার!
একাকীত্বের অভিশাপে তারপর আর এই মানুষটা সহজে কারো সাথে মিশতে পারে না। মিশলেও হাতে গোনা দু'চারজন! আর যার সাথে মিশে, তাকে নিজের সবকিছু দিয়ে আকড়ে রাখতে চায়।
আসলে কী বলতো এই মানুষটা অহংকারী নয়। একাকীত্বই তাকে গুটিয়ে দিয়েছি সব কিছু থেকে। এমনকি নিজের থেকেও!
🌹🌹🌹
ReplyDelete